পঁচিশ ঘন্টার অভিযানে, হাজার কোটি টাকা পাচারকারী পিকে হালদার ভারতে গ্রেফতার
- আপডেট সময় : ০৭:২০:০৯ অপরাহ্ন, শনিবার, ১৪ মে ২০২২
- / ১৫৮৪ বার পড়া হয়েছে
হাজার কোটি টাকা আত্মসাৎ ও পাচার মামলার আসামি এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপক প্রশান্ত কুমার হালদার ওরফে পি কে হালদারকে ভারতের পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার করা হয়েছে। ২৫ ঘন্টা অভিযানের পর, সকালে ভারতের পশ্চিমবঙ্গে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। দেশটির গোয়েন্দা সংস্থা জানিয়েছেন, অশোক নগরের একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার সঙ্গে স্ত্রী ও ভাইসহ আরও ৫ জনকে আটক করা হয়েছে।
ভারতের গোয়েন্দারা গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিমবঙ্গের অশোকনগরের বাড়িতে অভিযান চালায়। এ সময় আত্মগোপনে থাকা পিকে হালদারকে গ্রেফতার করে পুলিশ। তিনি সেখানে নিজের নাম শিব শংকর হালদার বলে পরিচয় দিতেন।
গ্রেফতারের পর পিকে হালদার কে গোয়েন্দা দপ্তরে নেয়া হয়। এ সময় সংবাদ কর্মীদের ক্যামেরা থেকে নিজেকে বার বার আড়াল করার চেষ্টা করেন তিনি।
গোয়েন্দা পুলিশের জালে ধরা পড়ে পিকে হালদারের স্ত্রী ও তার ভাইসহ ৫জন। তাদের সবাইকে এসময় গোয়েন্দা কার্যালয়ে আনা হয়।
এর আগে, শুক্রবার দিনভর কলকাতা ও উত্তর ২৪ পরগনার অন্তত ১০টি স্থানে তল্লাশি চালায় ভারতের কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট । পরে উত্তর ২৪ পরগনার অশোকনগর ও দক্ষিণ ২৪ পরগনার পোলেরহাটে দু’টি বাড়িসহ বিভিন্ন জায়গায় পি কে হালদারের ব্যক্তিগত আইনজীবী সুকুমার মৃধার অবৈধ সম্পত্তির খোঁজে অভিযান শুরু করে ভারতের এই সংস্থা। বাংলাদেশ থেকে অবৈধ টাকা পাচার করে ভারতের পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় পি কে হালদার সম্পত্তি কিনেছেন বলে অভিযোগ রয়েছে। দুর্নীতি দমন কমিশন বলছে, হাজার কোটির বেশি টাকা আত্মসাৎ করে দেশত্যাগী প্রশান্ত কুমার হালদারের বিভিন্ন কাজে সাহায্য করত বাংলাদেশ ব্যাংকের কয়েকজন কর্মকর্তা। শিগ্রী তাকে দেশে ফেরত আনার প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছে দুদক।