বিভিন্ন জেলায় অভিযানে ২২ হাজার লিটার মজুদ করা ভোজ্যতেল জব্দ
- আপডেট সময় : ০৭:৫০:১২ অপরাহ্ন, শনিবার, ১৪ মে ২০২২
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
বিভিন্ন জেলায় অভিযানে নেমে ২২ হাজার লিটার মজুদ করা ভোজ্যতেল জব্দ করেছে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী ও জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযুক্তদের জরিমানা করা হয় সাড়ে ৮ লাখ ৭১ হাজার টাকা। অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
চট্টগ্রামের আগ্রাবাদের কর্ণফূলী মার্কেটে অভিযান চালিয়ে তিনটি দোকান থেকে দুই হাজার লিটার ভোজ্যতেল উদ্ধার করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এসময় ওই দোকান মালিকদেরকে এক লাখ ৬০ হাজার টাকা জরিমান করার পাশাপাশি একটি দোকান সীলগালা করে দেয়া হয়েছে।
অবৈধভাবে মজুদ করা প্রায় ১০০ লিটার বোতলজাত সয়াবিন তেল জব্দ করেছে রাজশাহী জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দোকানীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে স্থানীয় ভোক্তাদের কাছে তেল বিক্রি করে দেয়া হয়।
সয়াবিন তেল মজুদ ও উচ্চমুল্যে বিক্রির অভিযোগে সিরাজগঞ্জের শাহজাদপুরে ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়। সরকার এন্ড ব্রাদার্সের দোকানে ২ হাজার ৮শ’ লিটার খোলা ও ২শ’ লিটার বোতলজাত সয়াবিন তেল পাওয়া যায়। দায়ী প্রতিষ্ঠানকে জরিমানা করা হয় ৫০ হাজার টাকা।
মৌলভীবাজারের আলাদা অভিযানে ৯ হাজার ২০৩ লিটার সোয়াবিন তেল জব্দ ও ২ লক্ষ ২১ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ বিভাগ। কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজারে মেসার্স সালাউদ্দিন স্টোরে অবৈধভাবে মজুদ করা পূর্বের দামের এসব সোয়াবিন তেল জব্দ করা হয়।
ব্রাহ্মণবাড়িয়ায় ভোজ্য তেলের দোকান এবং গুদামে অভিযান চালিয়ে প্রায় ১২শ’ লিটার বোতলজাত সয়াবিন তেল জব্দ করেছে জেলা ভোক্তা সংরক্ষন অধিদপ্তর। এ সময় সয়াবিন তেল মজুত রাখার দায়ে প্রতিষ্ঠানটির মালিক নিয়ামত উল্লাহকে ৫০ হাজার টাকা জরিমানা ও জব্দকরা সয়াবিন তেলগুলো বোতলেরর গায়ের দামে বিক্রি করা হয়।
মাদারীপুরের কালকিনিতে বেশি দামে সয়াবিন তেল বিক্রির দায়ে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। জব্দ করা হয় ২ হাজার ২২৪ লিটার সয়াবিন তেল।
ফরিদপুরের শোভারামপুরে সাড়ে ৪ হাজার লিটার ভোজ্যতেল জব্দ করে ১ লাখ টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।