ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ
- আপডেট সময় : ০৮:৩৩:১০ অপরাহ্ন, শনিবার, ১৪ মে ২০২২
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষে পাঁচ জন আহত হয়েছে। বেলা সাড়ে এগারোটার দিকে সংঘর্ষ ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় কলেজ দুটির শিক্ষার্থীদের রয়েছে পাল্টাপাল্টি অভিযোগ।
বৃহস্পতিবার ধানমন্ডি রবীন্দ্র সরোবরে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের বাকবিতন্ডা হয়।
এর জেরে শনিবার বেলা সাড়ে এগারটার দিকে সায়েন্স ল্যাব মোড়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ তৎপর হলে, উভয় পক্ষ ঘটনাস্থল থেকে সরে যায়।
সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া নিয়ে পরস্পরকে দায়ী করে ঢাকা ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা।
আইডিয়াল কলেজ কর্তৃপক্ষ কোন প্রতিক্রিয়া না জানালেও, এ নিয়ে কথা বলেন ঢাকা কলেজের উপাধ্যক্ষ।
অস্থিতিশীল পরিস্থিতি মোকাবিলায় উদ্যোগ নিতে উভয় শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছে পুলিশ।