বাহারী রঙিন ফুলে বর্ণিল ঢাকা-ময়মনিংহ রুটের গাজীপুর অংশের ৩০ কিলোমিটার সড়কদ্বীপ
- আপডেট সময় : ০২:৪৯:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৫ মে ২০২২
- / ১৫৮৩ বার পড়া হয়েছে
কৃষ্ণচূড়া-জারুল আবার কোথাও করবী-রাধাচূড়া, কামিনী ও কাঞ্চন এমন বাহারী রঙিন ফুলে বর্ণিল হয়ে আছে গাজীপুরের ঢাকা-ময়মনিংহ মহাসড়কের ৩০ কিলোমিটার সড়কদ্বীপ। পথ চলতে চলতে নান্দনিক দৃশ্য চোখে পড়বে। নৈসর্গিক সৌন্দর্য দেখে মুগ্ধ যাত্রী ও পথচারীরা। এর ধারাবাহিকতা রক্ষা করতে চায় সড়ক ও জনপথ বিভাগ।
গাজীপুর সিটি করপোরেশনের তেলিপাড়া বিআরটিসি বাস ডিপো এলাকা থেকে শুরু করে প্রায় ৩০ কিলোমিটার মহাসড়কের আইল্যান্ডে এমন দৃশ্য দেখা যায়। জেলার শেষ সীমানা পর্যন্ত সড়ক বিভাজনকে লাল, হলুদ, বেগুনী, সাদা…. নানা বর্নের ফুল ছড়াচ্ছে প্রাকৃতিক মুগ্ধতা। নীলকাঞ্চন, কামিনী, কৃষ্ণচূড়া, জারুল, রক্তকরবী। টগর, রাধাঁচূড়া, পলাশ, ছাতিম। কনকচাঁপা, কদম, জবা ফুলের সোনাঝড়া রূপে ভরে গেছে সড়কটি। শুধু সড়কের সৌন্দর্য বৃদ্ধি নয়, যাত্রাপথকে করেছে দৃষ্টিনন্দন, তেমনি রাতে উল্টো দিক থেকে আসা যানাবাহনের লাইটের আলো চালকদের চোখে লাগে না।
মহাসড়কে ফুলের সমারোহে শুধু সৌন্দর্য নয়, ধুলির নগরীতে গাছগুলো যেন বিশুদ্ধ অক্সিজেনেরও আঁধার।
সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং বিভাগের তত্ত্বাবধানে সড়কটি চারলেনে উন্নীত করা হয়। ফুল গাছ রোপন থেকে পরিচর্যা সবই সেনা সদস্যদের হাতে। সহায়তা করেছে সড়ক ও জনপথ বিভাগ। ভবিষ্যতে এই প্রকল্প মহাসড়কের সর্বত্র সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
পরিবেশবান্ধব মহাসড়ক, নিরাপদ ও আনন্দদায়ক যাত্রা এবং সড়কের শৃঙ্খলা বজায় রাখতে গাছ লাগানোর উদ্যোগ সারাদেশের মহাসড়কে লাগানোর দাবী সৌন্দর্য পিপাসুদের।