উত্তর কোরিয়ায় তিন দিনে করোনায় আক্রান্ত হয়েছে ৮ লাখ ২০ হাজার ৬২০ জন
- আপডেট সময় : ০৫:০৩:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৫ মে ২০২২
- / ১৫৭৫ বার পড়া হয়েছে
মাত্র তিন দিনের মধ্যে উত্তর কোরিয়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আট লাখ ২০ হাজার ৬২০ জন। সব মিলিয়ে করোনায় ৪২ জনের মৃত্যুর খবর দিচ্ছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
এদের মধ্যে তিন লাখ ২৪ হাজার ৫৫০ রোগী হাসপাতালে চিকিৎসাধীন। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় মৃত্যু হয়েছে ১৫ জনের। পরিস্থিতি সামাল দিতে গত বৃহস্পতিবারই দেশজুড়ে লকডাউন ঘোষণা করেছে শীর্ষ নতা কিম জং উনের প্রশাসন। বৃহস্পতিবার কোভিডে প্রথম মৃত্যু ঘিরে উত্তর কোরিয়ার সংক্রমণ পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল। তবে এ মুহূর্তে স্বাস্থ্য কর্মকর্তাদের চিন্তা আরও বাড়িয়ে তুলেছে সংক্রমিতের সংখ্যার চাপ। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, গত কয়েক দিনে সব মিলিয়ে ৪২ জনের মৃত্যু হয়েছে করোনায় এবং মাত্র তিন দিনে করোনা আক্রান্তের সংখ্যা হয়েছে ৮ লাখ ২০ হাজার ৬২০। উত্তর কোরিয়ায় গত বুধবার সরকারিভাবে প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হওয়ার কথা স্বীকার করার পর দেশজুড়ে লকডাউন চলছে।