এফএ কাপের শিরোপা জিতলো লিভারপুল
- আপডেট সময় : ০৫:২০:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৫ মে ২০২২
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
এফএ কাপের শিরোপা জিতলো লিভারপুল। চেলসিকে পেনাল্টি শুটআউটে ৬-৫ গোলে হারিয়েছে অস্টমবারের মতো চ্যাম্পিয়ন হয় অলরেডরা। ওয়েম্বলিতে আক্রমণ আর পাল্টা আক্রমণ উত্তেজনা ছড়ালেও নির্ধারিত সময়ে গোল পায়নি কেউই। অতিরিক্ত সময়েও গোল বঞ্চিত দু’দল।
একই ভেন্যু। সেই দুই দল। ঠিক যেন মাস তিনেক আগের লিগ কাপের ফাইনালের পুনরাবৃত্তি হলো। লিভারপুল দাপট দেখালেও দিক না হারিয়ে পাল্টা আক্রমণে ভীতি ছড়াল চেলসি। পরতে পরতে উত্তেজনায় ঠাসা লড়াই নির্ধারিত ও অতিরিক্ত সময় পেরিয়ে গড়াল টাইব্রেকারে। স্নায়ুচাপের রোমাঞ্চকর সেই লড়াইয়ে জিতে এফএ কাপ জয়ের উল্লাসে মাতল ইয়ুর্গেন ক্লপের দল।
অথচ মাঠের খেলায় দাপট ছিলো দু’দলের। শুরুর কিছুক্ষণ বাদেই গোলের সম্ভাবনা তৈরি করেছিল লিভারপুল। লুইজ ডিয়াজের শটে হতে যাওয়া গোলটি শেষ মুহূর্তে বাঁচিয়ে দেন এডুয়ার্ডো মেন্ডি।
অল রেডদের চাপের মুখে চেলসিও কাউন্টার অ্যাটাকে সুযোগ পেয়েছিল গোল করার। দ্বিতীয়ার্ধেও ছিলো একই চিত্র। যদিও সুযোগ কাজে লাগাতে পারেনি কেউই।
শেষ পর্যন্ত নির্ধারিত সময়ে সমতা, সমতায় অতিরিক্ত সময়েও। এতে টাইব্রেকে গড়ায় ম্যাচ।
টাইব্রেকেও ছিলো নাটকীয়তা। যেখানে ৭টি করে শট নেয় দু’দল। সিমিকাসের সপ্তম শটে নিশ্চিত হয় শিরোপার। তার গোলের পরই শিরোপা জয়ের আনন্দে মেতে ওঠে লিভারপুল। ম্যাসন মাউন্টের ভুলের চরম মাশুল দিলো চেলসি।