পিকে হালদারের গডফাদারদের খুঁজে বের করতে জিজ্ঞাসাবাদ প্রয়োজন
- আপডেট সময় : ০৭:৫৪:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৫ মে ২০২২
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
পিকে হালদারের গডফাদারদের খুঁজে বের করতে জিজ্ঞাসাবাদ প্রয়োজন। দ্রুত আলোচিত এই অর্থ পাচারকারিকে দেশে ফেরাতে সরকারের কার্যকর উদ্যোগ দেখতে চায় দুদক। সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক বলেন, পিকে’র চেয়ে ভারতে পাচার হওয়া অর্থ ফেরত আনা বেশি দরকার। ভারত চাইলে ইমিগ্রেশন আইনেই তাকে দেশে আনা সম্ভব বলেও মত দেন তিনি। তবে, পিকে হালদারকে দেশে ফেরাতে কূটনৈতিক তৎপরতা জোড়ালো করা প্রয়োজন বলেও মত দেন বিশেষজ্ঞরা।
দেশের আর্থিক খাতের কেলেঙ্কারির বড় খল নায়ক প্রশান্ত কুমার হালাদার ওরফে পিকে হালদার। ইন্টারপোলের রেড নোটিশে থাকা এই আসামী শিব শংকর নাম নিয়ে প্রতিবেশী দেশ ভারতে আত্মগোপনে ছিলেন। ২৫ ঘণ্টা অভিযানের পর শনিবার গ্রেফতারের পর তাকে তিন দিনের রিমান্ডে পাঠায় কলকাতার ব্যাঙ্কশাল আদালত।
দুদকের তথ্য মতে ১০ হাজার কোটি টাকা পাচারের সঙ্গে জড়িত এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক পিকে হালদার।
অন্যদিকে সাবেক এই বিচারপতির মতে পিকে হালদারের চেয়ে পাচার হওয়া অর্থ দেশে ফেরানো বেশী প্রয়োজন। প্রয়োজন কূটনৈতিক প্রচেষ্টা।
চতুর এই আসামীকে দেশে ফেরানোর বিষয়ে নিজেদের পরামর্শও দেন তারা ।
পিকে হালদারের বিরুদ্ধে অর্থ পাচারের ৩৬টি এবং জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জণের ১টি মামলাসহ ৩৭টি মামলা এখনো বিচারাধীন রয়েছে বলেও জানান দুদকের এই আইনজীবী।