রাজশাহীর বেসরকারি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন ২ জুন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৩০:১৩ অপরাহ্ন, সোমবার, ১৬ মে ২০২২
- / ১৫৮০ বার পড়া হয়েছে
রাজশাহীর বেসরকারি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হতে যাচ্ছে ২ জুন। সমাবর্তনে রাষ্ট্রপতি ও আচার্য আব্দুল হামিদের প্রতিনিধি হিসেবে যোগ দেবেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি।
প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০১২ শিক্ষাবর্ষ থেকে ২০২০ পর্যন্ত ১০ বছরে শিক্ষাজীবন শেষ করা শিক্ষার্থীরা সমাবর্তনে অংশ নিতে পারবে। অনার্স ও মাস্টার্স পাস করা প্রায় চার হাজার শিক্ষার্থী সমাবর্তনে সনদ পাবেন। এতে অংশ নেয়ার জন্য রেজিষ্ট্রেশন কার্যক্রম চলবে ১৮ মে পর্যন্ত। বিভিন্ন বিভাগে কৃতী শিক্ষার্থীদের দেয়া হবে চ্যান্সেলর গোল্ড মেডেল এবং ভাইস চ্যান্সেলর গোল্ড মেডেল। সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এম ওসমান গনি ও উপ-উপাচার্য আশিক মোসফিক।