সিরাজগঞ্জের উল্লাপাড়া ও কামারখন্দে সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৪৬:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৬ মে ২০২২
- / ১৫৮৮ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জের উল্লাপাড়া ও কামারখন্দে সড়ক দুর্ঘটনায় গ্রামীন ব্যাংকের এক কর্মকর্তা ও এক মোটরসাইকেল আরোহীসহ দু’জন নিহত হয়েছে।
পুলিশ জানায়, সকালে মামুন মোটর সাইকেল চালিয়ে ঢাকায় যাচ্ছিল। বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের সীমান্ত বাজার এলাকায় ঢাকাগামী গ্রামীণ ট্রাভেলসের বাস চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বাসটি আটক করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এদিকে, হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান জানায়, মোটরসাইকেলসহ ব্যাংক কর্মকর্তা আবুল কালামকে পাটধারী এলাকায় রাস্তার পাশে পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ৰ। পরে, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।