ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট হারিয়েছে ম্যানচেস্টার সিটি

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৫২:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৬ মে ২০২২
- / ১৫৭৪ বার পড়া হয়েছে
ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট হারিয়েছে ম্যানচেস্টার সিটি। জিতলেই নিশ্চিত হবে প্রিমিয়ার লিগ শিরোপা এমন সমীকরনে খেলতে নেমে ওয়েস্ট হামের সাথে ২-২ গোলে ড্র করেছে সিটিজেনরা।
প্রতিপক্ষের মাঠে শুরুতে কিছুটা নড়বড়ে সিটি। পিছিয়ে পড়ে ম্যাচের ২৪ মিনিটেই। গোল করেন ওয়েস্ট হাম তারকা জ্যারোড বোয়েন। বিরতিতে যাওয়ার আগে ব্যাবধান দ্বিগুন করেন জ্যারোড। দ্বিতীয়ার্ধে মাঠে নেমে নিজেদের কিছুটা গুছিয়ে নেয় ম্যানসিটি। ৪৯ মিনিটে জ্যাক গ্রিলশের গোলে ব্যাবধান কমায় সিটি। ২০ মিনিট পরে আত্মঘাতি গোলে সমতায় ফেরে পেপ গার্দিওলার দল। ৮৫ মিনিটে ডি-বক্সে গ্যাব্রিয়েল জেসুসকে ফাউল করলে পেনাল্টি পায় সিটি। তবে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন মাহরেজ। ফলে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয় ম্যান সিটিকে। এই ড্রয়ের ফলে ৩৬ ম্যাচে ৮৬ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকা লিভারপুলের আশাটা টিকে রইলো ভালোভাবে।