সড়ক দুর্ঘটনায় হবিগঞ্জ, নারায়ণগঞ্জ ও সাতক্ষীরায় ৪ জন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:১৬:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মে ২০২২
- / ১৫৭২ বার পড়া হয়েছে
আলাদা সড়ক দুর্ঘটনায় হবিগঞ্জ, নারায়ণগঞ্জ ও সাতক্ষীরায় ৪ জন নিহত হয়েছে।
দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জে বাস চাপায় সিএনজি চালিত অটোরিকশা চালক আরশ আলী ও যাত্রী নুরেয়া বেগম নিহত হয়েছে। এসময় স্থানীয় উত্তেজিত জনতা মহাসড়ক অবরোধ করে রাখে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করে।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় ইয়াছিন মিয়া নামে এক বাইসাইকেল চালক নিহত হয়েছে। সকালে গাজীপুর-মদনপুর বাইপাস সড়কের কালাদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
সাতক্ষীরার তালা উপজেলায় ছাগলের দড়িতে পেচিয়ে রাস্তায় পড়ে মোটরসাইকেল আরোহী মতিয়ার রহমান মোড়ল নিহত হয়েছে। সকালে উপজেলার খেজুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।