পদ্মা সেতুতে যানবাহন পারাপারে টোল র্নিধারণ
- আপডেট সময় : ০৭:৫৩:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মে ২০২২
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
পদ্মা সেতুতে যানবাহন পারাপারে টোল র্নিধারণ করা হয়েছে। মঙ্গলবার এ সংক্রান্ত বিষয়ে প্রজ্ঞাপন জারি করে গেজেট প্রকাশ করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। এতে বড় বাসের জন্য দুই হাজার ৪০০ টাকা, আর ফোর-এক্সেল ট্রেইলারের জন্য ছয় হাজার টাকা নির্ধরাণ করা হয়েছে।
দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে অন্যতম যোগাযোগ ব্যবস্থায় এক নাম পদ্মা সেতু। স্বপ্নের এই সেতু নির্মাণ কাজ শেষ পর্যায়ে।
সেতুতে যান চলাচলে ১৩টি স্তরে টোল নিধারণ করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। বিভিন্ন ক্যাটাগরির যানবাহনের জন্য এই টোল দেয়া হলো।
এ সংক্রান্ত গ্যাজেটে, বড় বাসের জন্য ২ হাজার ৪শ টাকা, মাঝারি বাস ২ হাজার টাকা করে দিতে হবে টোল। অন্যদিকে, ছোট বাস ১ হাজার ৪শ টাকা, মাইক্রোবাসকে দিতে হবে ১ হাজার ৩ শ টাকা, পিকআপ ১হাজার ২শ টাকা, কার ও জীপ ৭শ’ ৫০টাকা এবং মোটর সাইকেলে নেয়া হবে ১শ’ করে টোল।
এছাড়া মালাবাহী যানবাহন পারাপারে বড় ট্রাক ৫ হাজার ৫শ টাকা, ৮ টনের কম ওজনের ট্রাককে দিতে হবে ২ হাজার ১শ টাকা এবং ৮ টনের অধিক ট্রাককে দিতে হবে ২ হাজার ৮শ টাকা। ছোট ট্রাক ১ হাজার ৬শ টাকা, ফোর এক্সেল ট্রেইলার ৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। তাছাড়া, এর অধিক এক্সেল প্রতি ১৫শ টাকা যুক্ত করা হয়েছে।
এ আদেশ পদ্মা বহুমুখী সেতুর যানবাহন চলাচল উন্মুক্ত হওয়ার দিন থেকে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে দেয়া আছে।