পরীমনিকে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৫২:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৮ মে ২০২২
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
বোট ক্লাবে পরীমনিকে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচারের নির্দেশ দিয়েছে আদালত।
একইসঙ্গে, ৯ আগস্ট থেকে আলোচিত মামলার সাক্ষ্য গ্রহণের সময় ঠিক করে দেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ এর বিচারক হেমায়েত উদ্দিন। তবে, অভিযোগ গঠনের সময় নিজেদের নির্দোষ দাবি করেন নাসিরসহ তিন আসামি। তাদের আইনজীবী জানান, এজাহারে উল্লেখিত অভিযোগ চার্জশিটে নেই। চার্জশিট অনুযায়ী কয়েকটি ধারায় অভিযোগ গঠন করা হয়েছে। এর মধ্যে শ্লীলতাহানির অভিযোগ রয়েছে। এতে আসামিরা খালাস পাবেন বলে আশা করছেন আসামীপক্ষের আইনজীবীরা।