গাড়ি চালকদের প্রতিযোগিতায় ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ অংশে বাড়ছে দুর্ঘটনা
- আপডেট সময় : ০৫:২০:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৮ মে ২০২২
- / ১৬০৩ বার পড়া হয়েছে
গাড়ি চালকদের প্রতিযোগিতা, ওভার টেকিং, গাছের গুঁড়ি, ধানের খড়কুঁটো, অবৈধ স্থাপনা ও নিবন্ধনহীন যান চলাচলের কারনে, ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ অংশে একের পর এক দুর্ঘটনা ঘটছে। দেড় মাসে ৩১টি দুর্ঘটনায় ২৫ জনের মৃত্যু আর শতাধিক আহত হয়েছে। এরমধ্যে কেবল কাশিয়ানীতে প্রাণ গেছে ১৮ জনের। দ্রুত সড়ক নিরাপদ করার দাবি জানিয়েছে এলাকাবাসী। জেলা প্রশাসক ও হাইওয়ে পুলিশ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে।
গোপালগঞ্জ জেলায়, ঢাকা-খুলনা মহাসড়কের রয়েছে ৭০ কিলোমিটার। গত দেড় মাসে মহাসড়কের এ অংশে, ৩১টি সড়ক দূর্ঘটনায় প্রাণ হারায় ২৫ জন। আর আহত হয়েছে শতাধিক।
মহাসড়ক গাড়ি ও মোটর সাইকেলের মধ্যে চলে গতির প্রতিযোগিতায়। কে কার আগে ওভার টেকিং করবে, তারও প্রতিযোগিতা হয়। মহাসড়কের দুই পাশে চলে ধানের মৌসুমে ধান মাড়াই, ধানের খড় ও ধান শুকানোর কাজ। এমনকি দুই পাশ দখল করে গাছের গুঁড়ি, ইট, বালু রাখা হয়। এ কারনে একের পর এক দূর্ঘটনা ঘটছে।
অবৈধ যানচলাচল বন্ধ, গাছের গুঁড়ি ফেলে সড়ক দখলের বিরুদ্ধে অভিযান চালালেও আবার একই অবস্থার সৃষ্টি হয়। দ্রুত সড়ক দুর্ঘটনারোধে কাযর্করী পদক্ষেপ চায় এলাকাবাসী।
সড়ক দূর্ঘটনা রোধে মানুষকে সচেতন করতে নানা প্রদক্ষেপ নেয়ার কথা জানায়, হাইওয়ে পুলিশ।
জন সচেতনতার পাশাপাশি অবৈধ যানবাহন চলাচল ও সড়ক দখলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার হবে বলে জানালেন জেলা প্রশাসক।
কর্তৃপক্ষ তৎপর হবে, মহাসড়কটি হবে নিরাপদ এমনটাই প্রত্যাশা গোপালগঞ্জবাসীর।