চট্টগ্রামের বাকুলিয়ায় আরাফ হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২৮:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৮ মে ২০২২
- / ১৬১৬ বার পড়া হয়েছে
চট্টগ্রামের বাকুলিয়ায় শিশু আরাফ হত্যা মামলায় মা ছেলে সহ ৩ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। টানা দুই বছর বিচারিক প্রক্রিয়া চলার পর দুপুরে চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জসিম উদ্দিনের আদালত এ রায় দেন।
এই সময় আসামীরা আদালতে উপস্থিত ছিলেন। মামলার সূত্রে জানা যায়, পূর্বশত্রুতার জের ধরে বাকলিয়া থানার দক্ষিণ বাকলিয়া ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নুরুল আলম মিয়াকে ফাঁসানোর পরিকল্পনা করে স্থানীয় মো. ফরিদ উদ্দিন ও তার মা নাজমা বেগম। তাদের সহযোগিতা করে ওই ভবনের দারোয়ান হাসান। ২০২০ সালের ৭ জুন বাকলিয়া ম্যাচ ফ্যাক্টরি রোডে নুরুল আলম মিয়ার বাড়ির ছাদে ট্যাংক থেকে আরাফের মরদেহ উদ্ধার করে পুলিশ। মামলায় ২০২১ সালের ১০ মার্চ আদালতে চার্জ গঠন করে আদালত।