নিরাপদ শাকসবজি বিপণন কলাকৌশল ও বাজারজাতকরণে ঝিনাইদহে ৩০ জনকে প্রশিক্ষণ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১০:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৮ মে ২০২২
- / ১৫৩২ বার পড়া হয়েছে
নিরাপদ শাকসবজি বিপণন কলাকৌশল ও বাজারজাতকরণে ঝিনাইদহে ৩০ জনকে প্রশিক্ষণ দেয়া হয়েছে।
সকালে কর্মশালায় সবজি চাষী, ফুল ব্যবসায়ী, কৃষি উদ্যোক্তা প্রশিক্ষণে অংশ নেন। জেলা কৃষি বিপণন কর্মকর্তার কার্যালয়ে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এসময সময় ঢাকা কৃষি বিপণন অধিপ্তরের সহকারী পরিচালক প্রশিক্ষণ নিখিল চন্দ্র দে, জেলা কৃষি বিপণন কর্মকর্তা গোলাম মারুফ খানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
নিরাপদ আম উৎপাদন ও রপ্তানি বাড়াতে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দু’দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলামের সভাপতিত্ব করেন। কর্মশালায় ৬০জন কৃষক ও কিষাণী অংশ নেন।