৪২ বছর পর ইউরোপিয়ান প্রতিযোগিতার শিরোপা জিতলো ফ্র্যাঙ্কফুর্ট
- আপডেট সময় : ০৬:৫৬:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মে ২০২২
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
৪২ বছর পর ইউরোপিয়ান প্রতিযোগিতার শিরোপা জিতলো জার্মান ক্লাব ফ্র্যাঙ্কফুর্ট। ইউরোপা লিগের ফাইনালে টাইব্রেকে স্কটিশ ক্লাব রেঞ্জার্সকে ৫-৪ ব্যবধানে হারিয়ে শিরোপা নিশ্চিত করেছে জার্মান ক্লাবটি।
ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষের উপর চড়াও হয় ফ্র্যাঙ্কফুর্ট। তবে, ফিনিশিং ব্যর্থতায় বার বার গোল বঞ্চিত হয় অলিভার গ্লাসনার শিষ্যরা। দ্বিতীয়ার্ধের ৫৭তম মিনিটে উল্টো এগিয়ে যায় রেঞ্জার্স। তবে, ১২ মিনিট পর ফ্রাঙ্কফুর্টকে সমতায় ফেরান মাউরি। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র হলে ম্যাচ গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে। সেখানেও ব্যবধান বাড়াতে পারেনি কোন দল। ফলে, খেলা গড়ায় টাইব্রেকে। টাইব্রেকারে প্রথম ৪ শট থেকেই গোল আদায় করে নেয় জার্মান ক্লাবটি। অন্যদিকে তাদের গোলরক্ষক কেভিন ট্রাপ রুখে দেন রেঞ্জার্সের চতুর্থ শট। এরপর দলের হয়ে মাউরি পঞ্চম শট জালে জড়ালে শিরোপা জয়ের উৎসবে মাতে জার্মান ক্লাবটি।