দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে প্রতিটি বাজারে নিজস্ব মনিটরিং সেল গঠনের পরামর্শ এফবিসিসিআই’র
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০৯:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মে ২০২২
- / ১৫৭৬ বার পড়া হয়েছে
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে প্রতিটি বাজারে নিজস্ব মনিটরিং সেল গঠনের পরামর্শ দিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন- এফবিসিসিআই। সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু বলেন, দ্রব্যমূল্য পরিস্থিতি নিয়ে সারাদেশের মানুষ এখন ব্যবসায়ীদের ওপর ক্ষুব্ধ। গুটিকয়েক মজুতদারের জন্য এ পরিস্থিতি তৈরি হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
সকালে নিত্যপয়োজনীয় পণ্যের মজুদ ও মূল্য পরিস্থিতি নিয়ে কাওরান বাজারে এক মতবিনিময় সভায় একথা বলেন তিনি। বাজার সমিতিকে জানিয়েই ম্যাজিস্ট্রেটদের অভিযান পরিচালনা করা উচিত বলে মনে করেন, এফবিসিসিআই’র এই নেতা। বাজার সমিতিরও উচিত- যারা তেলের দাম বাড়িয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া। সরকারের সাথে ব্যবসায়ীদের কোন দূরত্ব নেই বলে জানান তিনি। তেলের দাম নির্ধারণে বানিজ্য মন্ত্রণালয়কে এফবিসিসিআই নেতৃবৃন্দকে সাথে রাখার জন্যও আহ্বান জানান তিনি।