নদীর পানি বৃদ্ধিতে পাটুরিয়ায় ১ নাম্বার ঘাটটি এখনো পানির নিচে
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২৭:৩২ অপরাহ্ন, শনিবার, ২১ মে ২০২২
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
নদীর পানি বৃদ্ধিতে পাটুরিয়ায় ১ নাম্বার ঘাটটি এখনো পানির নিচে। ফলে ব্যাহত হচ্ছে ফেরি পারাপার। ৫টি ঘাটের ৩টি ঘাটই ডুবে যায়। পারাপারের অপেক্ষায় আটকা রয়েছে কয়েকশ যানবাহন।
সকাল পর্যন্ত ৪ ও ৫ নাম্বার ঘাট সচল করতে পারলেও ১ নাম্বার ঘাট অচল রয়েছে। এতে দুর্ভোগে পড়েন যাত্রী ও যানবাহন চালকরা। বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয় জানায়, গেল ২৪ ঘন্টায় যমুনা নদীর পানি ৮৭ সেন্টিমিটার বেড়েছে। ডুবে গেছে পাটুরিয়ার ৩টি ঘাট। পাটুরিয়া ঘাটে পুলিশের নিয়ন্ত্রণ কক্ষ জানায়, ঘাট সংকটে দুপাড়ে যানবাহনের সংখ্যা পাল্লা দিয়ে বাড়ছে। সকাল থেকে উথুলি সংযোগ মোড়, পাটুরিয়া জিরো পয়েন্ট এলাকা থেকে ঢাকামুখী দুই লেনে ও টার্মিনাল মিলে ৯শ পণ্যবাহী ট্রাক, যাত্রীবাহী বাস ও ব্যক্তিগত যানবাহন ফেরি পারের অপেক্ষায় থাকে। গত ২৪ ঘন্টায় যমুনা নদীর পানি ৪০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে।