বগুড়ায় ট্রাক চাপায় মোটর সাইকেল আরোহী দুই যুবক নিহত
- আপডেট সময় : ০৪:০৮:৩৭ অপরাহ্ন, শনিবার, ২১ মে ২০২২
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
বগুড়ায় ট্রাক চাপায় মোটর সাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছে।
গেলরাতে বগুড়া-নওগাঁ মহাসড়কের কাহালুর বারমাইলে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছে। এসময় আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানায়, নওগাঁর দিকে যাওয়ার সময় বারমাইলে মোটরসাইকেলটি ধান বোঝাই একটি ট্রাক ওভারটেক করে। এ সময় বগুড়াগামী কোচের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তিন যুবক মহাসড়কে পড়ে গেলে নওগাঁগামী আরেকটি ট্রাকের চাপায় ঘটনাস্থলেই দু’জন মারা যান।
চট্টগ্রামের ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পিকআপ দুর্ঘটনায় অন্তত ১৫ পুলিশ সদস্য আহত হয়েছে। আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশংকাজনক। পুলিশ জানায়, প্রশিক্ষণের জন্য পিকআপে করে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ২৫ সদস্য সাগরিকা শিল্প এলাকায় যাচ্ছিলো। এসময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী বাসের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষ হয়। এতে অন্তত ১৫ জন পুলিশ আহত হয়। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।
মৌলভীবাজারের রাজনগরে আসামি ধরে থানায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় পুলিশের এক এসআই নিহত হয়েছেন। নিহত ওই এসআইয়ের নাম
সমীরণ। এ সময় পুলিশ ও আসামিসহ সাতজন আহত হন। তাদের পরিচয় জানা যায়নি।