বিশ্বের ১১টি দেশে অন্তত ৮০ জন মাঙ্কিপক্সে আক্রান্ত : বিশ্ব স্বাস্থ্য সংস্থা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:১৬:০৭ অপরাহ্ন, শনিবার, ২১ মে ২০২২
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
বিশ্বের ১১টি দেশে অন্তত ৮০ জনের মাঙ্কিপক্সে আক্রান্ত বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা -ডব্লিউএইচও। এই সংখ্যা আরো বাড়তে পারে বলেও হুঁশিয়ারী সংস্থাটির।
সন্দেহভাজন আরও ৫০ জনের এই রোগে আক্রান্ত কিনা তদন্ত করে দেখা হচ্ছে। তবে এসব মাঙ্কিপক্স রোগী কোন কোন দেশের তা জানানো হয়নি। ইতালি, সুইডেন, স্পেন, পর্তুগাল, যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, ফ্রান্স, বেলজিয়াম, অস্ট্রেলিয়ায় নতুন এই রোগ শনাক্ত হয়েছে। আক্রান্ত হতে পারে এমন ব্যক্তিদের শনাক্ত করতে কাজ করছে জাতিসংঘের স্বাস্থ্য বিষয়ক এই অঙ্গসংস্থা। শনাক্ত রোগীদের সাহায্য এবং রোগটি নিয়ে নজরদারি বাড়ানো হয়েছে।’ একই সঙ্গে আক্রান্তদের সঙ্গে নেতিবাচক আচরণ করার বিরুদ্ধে সতর্ক করেছে সংস্থাটি।