জুনে ওয়েস্ট ইন্ডিজ সফরে থাকছেন না ক্রিকেটার মুশফিকুর রহিম
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:২৭:৩০ অপরাহ্ন, শনিবার, ২১ মে ২০২২
- / ১৫৮৭ বার পড়া হয়েছে
জুনে ওয়েস্ট ইন্ডিজ সফরে থাকছেন না বাংলাদেশ দলের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। হজের জন্য এ সফর থেকে নিজের অনুপস্থিতির কথা এরই মধ্যে বিসিবিকে জানিয়েছেন তিনি।
ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজকে এ খবর নিশ্চিত করেন বিসিবি’র পরিচালক ও টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। তিনি বলেন, ওয়েস্ট ইন্ডিজ সফরে থাকছে না মুশফিক। সে এবার হজে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মুশফিকের অনুপস্থিতি ক্যারিবীয় সফরের টেস্ট সিরিজে বড় ধাক্কা বাংলাদেশের জন্য। এরই মধ্যে ইনজুরির কারণে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাঈম হাসান। আগামী ৬ জুন ওয়েস্ট ইন্ডিজ সফরের উদ্দেশে ঢাকা ছাড়ার কথা রয়েছে বাংলাদেশ দলের। সেখানে দুই টেস্ট, তিন টি-টুয়েন্টি ও তিন ওয়ানডে খেলবে টাইগাররা।