গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ফেনী শহরে এক ব্যক্তির মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৩২:৪১ অপরাহ্ন, রবিবার, ২২ মে ২০২২
- / ১৫২৭ বার পড়া হয়েছে
গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ফেনী শহরের আলীমুদ্দিন সড়কের একটি ভবনে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শনিবার রাত এগারোটার দিকে ফেনী পৌরসভার ১২ নং ওয়ার্ডের নয়ন টাওয়ারের নিচ তলায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ৬ তলা বিল্ডিংয়ের নীচতলায় দারোয়ান একা থাকতো। সেখানে ৪টা সিলিন্ডারের একটির লিকেজ থেকেই এই বিস্ফোরণ। নিহত ব্যক্তির নাম আনিসুর রহমান। প্রাথমিক ভাবে ধারণা করা যায় লাইনের গ্যাস না থাকায় ঐ বিল্ডিংয়ে গ্যাস সরবরাহের জন্য সিলিন্ডার মজুদ রাখা হয়। ফায়ার সার্ভিস স্টেশন এর উপ সহকারি পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দিন জানান, দুটো ইউনিট আগুন নির্বাপনে যোগদান করে।