নেত্রকোনার দুর্গাপুরে নিখোঁজের একদিন পর কৃষকের মরদেহ উদ্ধার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩৭:০১ অপরাহ্ন, রবিবার, ২২ মে ২০২২
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
নেত্রকোনার দুর্গাপুরে নিখোঁজের একদিন পর হাসেম নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
স্থানীয়রা জানায়, গতকাল সকালে পাশের নেতাই নদীর পারে পাট কাটতে যায় হাসেম। পাট কাটার জন্য পানিতে ডুব দিয়ে নিখোঁজ হয় সে। সকাল ১১টার দিকে নদী থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।
এদিকে, মানিকগঞ্জের শিবালয়ে যমুনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ আহসান হাবিব নামের একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বেলা সাড়ে তিনটার দিকে নদীতে গোসল করতে নামেন তিনি। অন্যদিকে, ফরহাদ হোসেন নামের আরেক শিশুর মরদেহ মানিকগঞ্জ সদরের গড়পাড়া থেকে উদ্ধার করা হয়েছে। সকালে বাড়ির পাশের পুকুরে ডুবে যায় সে।