রিয়াল মাদ্রিদ নয় পিএসজিতেই থেকে যাচ্ছেন এমবাপ্পে

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৪৮:৪৯ অপরাহ্ন, রবিবার, ২২ মে ২০২২
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
রিয়াল মাদ্রিদ নয় পিএসজিতেই থেকে যাচ্ছেন কিলিয়ান এমবাপ্পে। আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুযায়ী ৩ বছরের চুক্তিতে পিএসজিতে থাকছেন ফরাসি সুপারস্টার।
রিয়ালে যে যাচ্ছেন না তা ফোন করে ক্লাবটির প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজকে জানিয়েছেন এমবাপ্পে নিজেই। গেলো মৌসুমে ২০০ মিলিয়ন ইউরোর বিনিময়ে এমবাপ্পেকে নিতে চেয়েছিল রিয়াল মাদ্রিদ। এবার অফারটা ছিল আরও লোভনীয়। চ্যাম্পিয়ন্স লিগের দুই লেগেই রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে গোল করেছিলেন এমবাপ্পে। গণমাধ্যমের খবর মতে পিএসজির সাথে নতুন করে এমবাপ্পে চুক্তি করতে যাচ্ছেন ২০২৫ সাল পর্যন্ত। গেলো সপ্তাহেই লিগ ওয়ানের বর্ষসেরা খেলোয়াড়ের খেতাব জিতেছেন এমবাপ্পে। লিগে ৩৬ গোলের সাথে পুরো মৌসুমে মোট ৪২ গোল করেছেন এই ফরাসি ফরোয়ার্ড।