লেবার পার্টি নেতা অ্যান্থনি আলবানিজ হচ্ছেন অস্ট্রেলিয়ার পরবর্তী প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৭:১৭:১৬ অপরাহ্ন, রবিবার, ২২ মে ২০২২
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
লেবার পার্টি নেতা অ্যান্থনি আলবানিজ হচ্ছেন অস্ট্রেলিয়ার পরবর্তী প্রধানমন্ত্রী। প্রায় এক দশক পর নির্বাচিত হলেন কোন লেবার পার্টির নেতা। নির্বাচিত হয়েই জনগণকে ঐক্যের প্রতিশ্রুতি দিয়েছেন অ্যান্থনি আলবানিজ।
তবে লেবার পার্টিই সংখ্যাগরিষ্ঠ হবে নাকি স্বতন্ত্র এবং ছোট দলগুলোর সঙ্গে জোট সরকার গঠন করবে তা স্পষ্ট নয়। অস্ট্রেলিয়ার হবু প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ তার পরিবারের প্রথম সদস্য হিসেবে স্কুলের গণ্ডি পেরিয়ে বিশ্ববিদ্যালয়ে পড়েছিলেন মায়ের প্রচেষ্টায়। রাজনৈতিকভাবে অ্যান্থনি আলবানিজ ২৫ বছর ধরে সংসদ সদস্যের দায়িত্ব পালন করছেন। ২০১৯ সালে লেবার পার্টির চেয়ারম্যান হন তিনি। ১৯৯৬ সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৭ সালে ক্ষমতাতিনি লেবার পার্টি যখন য় এসেছিল তখন অ্যান্থনি আলবানিজ সড়ক ও অবকাঠামো মন্ত্রী হন। আলবানিজ অস্ট্রেলিয়ায় বিনামূল্যে চিকিৎসা সেবার পক্ষে থাকায় আরও বেশি জনপ্রিয়তা পেয়েছেন।