এবার ভরা বর্ষায় দেশে বড় ধরনের বন্যার সম্ভাবনা
- আপডেট সময় : ০১:৪৬:২৮ অপরাহ্ন, সোমবার, ২৩ মে ২০২২
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
এবার ভরা বর্ষায় দেশে বড় ধরনের বন্যার আশংকা রয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এমন আভাস দিয়েছে। আর আগামী ক’দিন ভারী বর্ষণের আশঙ্কা না থাকায়, সিলেটসহ দেশের উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির দ্রুত উন্নতি ঘটবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বর্ষাকাল আসতে এখনো বেশ কিছুদিন বাকি। তবে ভারী বৃষ্টিপাত ও ভারত থেকে আসা ঢলের পানিতে সিলেটসহ দেশের উত্তর-পূর্বাঞ্চলে বন্যা দেখা দিয়েছে।
চলতি মাসের বাকি দিনগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকায়, সিলেট অঞ্চলের বন্যা পরিস্থিতির দ্রুত উন্নতির কথা বলছে আবহাওয়া অধিদপ্তর।
উত্তর-পূর্বাঞ্চলের বন্যার জন্য ঘূর্ণিঝড় অশনী ও তার প্রভাবে সিলেটসহ উজানে ভারতে ব্যাপক হারে বৃষ্টিপাতকে দায়ী করছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
এবার ভরা বর্ষায় দেশে তীব্র বন্যার আশঙ্কা করছেন বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী।
প্রাকৃতিক কারণ ছাড়াও নদী ভরাট- বন্যা পরিস্থিতিকে জটিল করে তোলে বলেও মত দেন প্রকৌশলী আরিফুজ্জামান ভূইয়া।