নেত্রকোনায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ : নিহত দুই, আহত ১০
- আপডেট সময় : ০৩:১১:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৩ মে ২০২২
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
নেত্রকোনায় চল্লিশায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, নিহত দুই, আহত ১০। সোমবার ভোর সোয়া ৫ টার দিকে নেত্রকোনা-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার চল্লিশা এলাকায় এই ঘটনাটি ঘটেছে।
নিহতরা হচ্ছে – বাসের ড্রাইভার ময়মনসিংহের নান্দাইল এলাকার সবুজ মিয়া এবং হেলপার সুনামগঞ্জের ধর্মপাশার সোহেল মিয়া। পুলিশ জানায়, ভোরে চট্টগ্রাম থেকে যাত্রীবাহী একটি বাস নেত্রকোনার দিকে যাচ্ছিল। এসময় বিপরীত থেকে আসা ময়মনসিংহ ধান বোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন মারা যায়। ময়মনসিংহ নেয়ার পথে আরেকজন মারা যায়। পরে ময়মনসিংহ থেকে পুলিশের ক্রেন এসে বাস ও ট্রাককে উদ্ধার করে। এদিকে ঘটনার পর থেকে সকাল ৯টা পর্যন্ত সড়কে দীর্ঘ যানযট লেগে ছিল।
ঢাকার ধামরাইয়ে সেলফি পরিবহনের একটি যাত্রীবাহী বাস নদীতে পড়ে দুই জন নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরও অন্তত ৩০জন। রাতে ঢাকা আরিচা মহাসড়কের ধামরাইয়ের বাড়বাড়িয়া গাজীখালী
নদীতে এঘটনা ঘটে। নিহত দুই বাস যাত্রীর নাম অখিল চন্দ্র দাস ও নিখিল চন্দ্র দাস।