ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি
- আপডেট সময় : ০৩:২২:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৩ মে ২০২২
- / ১৫৬১ বার পড়া হয়েছে
পাঁচ মিনিটের কামব্যাকে ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। শেষ রাউন্ডের শিরোপা নিষ্পত্তির ম্যাচের অ্যাস্টন ভিলাকে ৩-২ গোলে হারিয়ে ৬ষ্ঠ বারের মতো চ্যাম্পিয়ন হলো সিটিজেনরা। অন্য ম্যাচে উলভারহাম্পটনকে ৩-১ গোলে হারিয়ে শিরোপার আক্ষেপ আরও বাড়িয়েছে লিভারপুল। এদিকে, ১১ বছর পর সিরি আ’র শিরোপা জিতেছে এসি মিলান। শেষ রাউন্ডের ম্যাচে সাসৌলোকে ৩-০ গোলে হারিয়েছে তারা।
দীর্ঘ ৯ মাসের হাড্ডাহাড্ডি শিরোপা জয়ের রোমাঞ্চ যেন জড়ো হলো শেষ দিনে। আরও নির্দিষ্ট করে বললে অন্তিম ৪৫ মিনিটে। দুই গোলে পিছিয়ে পড়ে এতদিনের সব প্রচেষ্টা যখন বিফলে যাওয়ার শঙ্কায় তখনই স্পট লাইটে ম্যান সিটি। পাঁচ মিনিটের নাটকীয়তায় পাল্টে গেল সব। খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়ে অসাধারণ এক জয় তুলে শিরোপা উৎসবে মাতলো পেপ গুয়ার্দিওলার দল।
শক্তহাতে রক্ষণ আগলে রেখে পাঁচ বছরে চতুর্থবারের মতো প্রিমিয়ার লিগের শিরোপা জিতলো ম্যান সিটি।যা টুর্নামেন্ট ইতিহাসে ৬ষ্ঠবার গার্দিওলার দলের।
অথচ সিটির রক্ষণে শুরুতে কাপন ধরিয়েছিলো অ্যাষ্টন ভিলা। বিরতির আগে ও পরে দুই গোল হজমে শিরোপা জয়ের স্বপ্নে চির ধরেছিলো সিটিজেনদের।
তবে, সিটি বলে কথা। পিছিয়ে পড়েও নব উদ্যেমে এগিয়ে যাওয়ার যে পুড়নো গল্প তা নতুন করে লিখলো ম্যানচেস্টার সিটি। অ্যাস্টন ভিলা রক্ষণকে বিধ্বস্তুপে পরিণত করতে গার্দিওলার দল সময় নিলো মাত্র ৫ মিনিট।
গুন্দোয়ানের জোড়া আর রদ্রি এক গোল সিটিকে নিয়ে গেছে সাফল্যের চূড়ায়। লিভারপুলকে হতাশায় ডুবিয়ে শিরোপা উৎসবে ম্যান সিটি।
সিরি আ’তেও শিরোপার নিষ্পত্তি হয়েছে শেষ রাউন্ড। যেখানে বাজিমাত করেছে এসি মিলান। সাজানো মঞ্চে জোড়া গোলে আলো ছড়ালেন অলিভিয়ে জিরুদ। রাফায়েল লেয়াও করলেন অ্যাসিস্টের হ্যাটট্রিক। দাপুটে পারফরম্যান্সে সাসৌলোকে ৩-০ গোলে হারিয়ে ১১ মৌসুম পর সিরি আ শ্রেষ্ঠত্বের মুকুট পরলো এসি মিলান।