বেনাপোলে অভিযানে ৫টি পিস্তল-গুলিসহ জামাল ও সোহেল আটক
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৩৬:৪১ অপরাহ্ন, সোমবার, ২৩ মে ২০২২
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
যশোরের বেনাপোল সাদিপুর গ্রামে অভিযান চালিয়ে ৫টি পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ জামাল কালু ও সোহেলকে আটক করেছে বিজিবি।
ভোরে কালু ও সোহেলকে নিজ বাড়ি থেকে অস্ত্রসহ আটক করা হয়। ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সায়েদ মিনহাজ সিদ্দিকী জানান, কালু ও তার ছেলে সোহেল ভারত থেকে বিপুল পরিমান অস্ত্র চালান এনে বাড়িতে মজুত করে। এই সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টিম তাদের বাড়িতে অভিযান চালিয়ে ৫ টি পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ তাদেরকে আটক করা হয়। তথ্যের জন্য তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।