নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয় বোর্ডের ৪ ট্রাষ্টিকে কারাগারে পাঠানোর নির্দেশ
- আপডেট সময় : ০৭:২৯:০৮ অপরাহ্ন, সোমবার, ২৩ মে ২০২২
- / ১৫৭৮ বার পড়া হয়েছে
অর্থ আত্মসাতের মামলায় নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয় বোর্ডের ৪ ট্রাষ্টিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। সেই সাথে ৭ দিনের মধ্যে ৪ জনকে একদিন করে জেল গেটে জিজ্ঞাসাবাদেরও আদেশ দিয়েছে। দুপুরে তাদের আদালতে তোলার পর দু’পক্ষের শুনানি শেষে এই আদেশ দেয় আদালত।
নর্থসাউথ বিশ্ববিশ্বদ্যালয় ৬ ট্রাষ্টির মধ্যে ৪ জনকে ৩০৩ কোটি ৮২ লাখ টাকা আত্মসাতের মামলায় হাইকোর্টের আদেশে রোববার রাতে গ্রেফতার করে শাহবাগ থানা পুলিশ।
সোমবার বিকেলে আদালতে তোলা হয় তাদের। এসময় আইনজীবীরা বয়স ও সামাজিক মর্যাদায় তাদের জন্য ডিভিশন আবেদন করলেও জেল কোড অনুযায়ী ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয় আদালত। তবে, এদিন জামিন আবেদন করেনি তারা।
জমি কেনার বিষয়টি অস্বাভাবিক জানিয়ে অধিকতর তদন্তের দাবি জানান, দুদকের আইনজীবী।
এই মামলায় পলাতক রয়েছেন ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান আজিম উদ্দিন আহমেদ এবং আশালয় হাউজিংয়ের ব্যবস্থাপনা পরিচালক আমিন মোঃ হিলালি।