চট্টগ্রামের হালদা নদীতে অভিযান চালিয়ে ৪৬ হাজার মিটার জাল উদ্ধার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪১:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৩ মে ২০২২
- / ১৫৭৮ বার পড়া হয়েছে
দেশীয় মাছের একমাত্র প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের হালদা নদীতে অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের ৪৬ হাজার মিটার জাল উদ্ধার করেছে নৌ-পুলিশ।
দুপুরে জোয়ার শুরুর আগে সদরঘাট নৌ থানা ও হালদা নৌ পুলিশ যৌথভাবে এই অভিযান চালায়। পুলিশ জানায়, আগামী ২৫ মে অমাবশ্যার জো’তে দ্বিতীয় দফায় ডিম ছাড়ার সম্ভাবনা আছে মা মাছের। এই কারণে নদীতে মা মাছের আনাগোনা বেড়েছে। এই সুযোগকে কাজে লাগিয়ে কিছু দুস্কৃতিকারী অবৈধভাবে মা মাছ ধরার চেষ্টা করছে। রাতে পুলিশ পাহাড়া বেশি থাকায় দিনের বেলায় জাল পাতা হয়েছিলো। গোপন সংবাদের ভিত্তিতে বিপুল পরিমান জাল উদ্ধার করা হয়েছে। তবে, নৌ পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।