তাইওয়ানকে রক্ষায় প্রয়োজনে সামরিক হস্তক্ষেপ করবে যুক্তরাষ্ট্র
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৮:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৩ মে ২০২২
- / ১৫৩১ বার পড়া হয়েছে
চীন হামলা করলে তাইওয়ানকে রক্ষায় প্রয়োজনে সামরিক হস্তক্ষেপ করবে যুক্তরাষ্ট্র। জাপান সফরের দ্বিতীয় দিনে তাইওয়ান প্রসঙ্গে এ কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
তিনি বলেন, স্ব-শাসিত দ্বীপটি রক্ষায় যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ। তাইওয়ানকে নিজেদের বিচ্ছিন্ন একটি দ্বীপ হিসেবে বিবেচনা করে থাকে চীন। তবে, দশকের পর দশক ধরে স্বাধীন রাষ্ট্র হিসেবে দাবি করে আসছে তাইপে। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, তাইওয়ানের বিরুদ্ধে চীন শক্তি প্রয়োগ করলে তা যথাযথ হবে না। বরং এটি সমগ্র অঞ্চলকে অস্থিতিশীল করে তুলবে। কোয়াড সম্মেলনকে কেন্দ্র করে জাপানে অবস্থান করছেন বাইডেন। তার এমন মন্তব্যে ওই অঞ্চলে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।