ঢাকা টেস্টের প্রথম দিনশেষে ভালো অবস্থানে বাংলাদেশ
- আপডেট সময় : ০৮:১১:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৩ মে ২০২২
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
শুরুর ব্যর্থতা কাটিয়ে ঢাকা টেস্টের প্রথম দিনশেষে ভালো অবস্থানে বাংলাদেশ। দিনশেষে শ্রীলংকার বিপক্ষে টাইগারদের সংগ্রহ ৫ উইকেটে ২৭৭ রান। ৬ষ্ঠ উইকেটে রেকর্ড ২৫৩ রানের অবিচ্ছিন্ন জুটিতে দিন পার করেছেন মুশফিক-লিটন। ১৩৫ রানে অপরাজিত লিটন ১১৫ রানে সঙ্গী মুশফিকুর রহিম।
টেস্ট ক্রিকেটের সৌন্দর্য! হয়তো তার চেয়েও বেশি কিছু। খাদের কিনারা থেকে দলকে আলোর পথ দেখানোর আনন্দ মুশফিক-লিটনের চেয়ে আর—বেশি কে জানে? টেস্ট ক্যারিয়ারে তৃতীয় সেঞ্চুরিতে আরও পরিণত লিটন, নবম শতকে মুশফিক।
কেননা দলীয় ২৪ রানে বাংলাদেশের নেই ৫ উইকেট! সাম্প্রতিক সময়ে এমন ধ্বংসস্তুপে দাঁড়িয়ে সৌধ রচনা করতে পারেনি বাংলাদেশ। বরং ধসের টানে ইনিংস ৪৩, ৫৩ কিংবা ৮০ রানে গুটিয়ে যাওয়ার উদাহরণ আছে অনেক। আগের গড়া রেকর্ড ভেঙে এবার তেমন কিছু হতে দিলেন না মুশফিক-লিটন।
এমন দিনে লিটন-মুশফিক কোন রেকর্ডের অংশ হবেন না তা কি করে হয়। ৬ষ্ঠ উইকেটে বাংলাদেশের হয়ে ২৫৩ রানের জুটির রেকর্ড গড়েছেন এই দুই ব্যাটার।
অথচ সোমবার সকালে টাইগার শিবিরে অমঙ্গলের বার্তা ছড়ায় শ্রীলংকার বোলাররা। যদিও তাতে লঙ্কান বোলারদের চাইতে স্বাগতিক ব্যাটারদের কৃতিত্বটাই বেশি। মাহমুদুল হাসান জয়ের পর তামিমও ফিরেছেন শূন্য রানে।
পরের তিন ব্যাটারও অসহায়। মুমিনুল-শান্ত-সাকিবরা পরাজিত সৈনিক।
এরপরের গল্পটা সবার জানা। এর নেপথ্যে দুই কান্ডারি লিটন-মুশফিক। দিনের দুই সেশনেরও বেশি সময় টাইগারদের পা হরকাতে দেয়নি ওরা। ৫ উইকেটে ২৭৭ রানে দিন পার বাংলাদেশের। ১৩৫ রানে অপরাজিত থেকে দ্বিতীয় দিনও আলো ছড়ানোর অপেক্ষায় লিটন। ১১৫ রানে সঙ্গী মুশফিকুর রহিম।