চাঁপাইনবাবগঞ্জের প্রতিবাদ ও আপত্তিতে পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্ক বিভাগে চলছে শুনানি
- আপডেট সময় : ০৬:১৩:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মে ২০২২
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
চাঁপাইনবাবগঞ্জের আমের খ্যাতি দেশ ছাড়িয়ে বিদেশেও ছড়িয়ে পড়েছে। চাঁপাইনবাবগঞ্জে সবচেয়ে বেশি উৎপাদন হয় ফজলি আম। গতবছর শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্ক অধিদপ্তর রাজশাহীর ফজলি আমকে ভৌগোলিক নির্দেশক বা জিআই সনদ দিলে চাঁপাইনবাবগঞ্জে শুরু হয় প্রতিবাদ ও আপত্তি। পক্ষে-বিপক্ষে বাদ প্রতিবাদের জেরে আজ এর ওপর শুরু হয়েছে শুনানী।
নির্দিষ্ট কোনো ভৌগোলিক এলাকার বিশেষ গুণসম্পন্ন পণ্যকেই দেয়া হয় জিআই সনদ। তাই রাজশাহী নয়, ফজলি আমকে চাঁপাইনবাবগঞ্জের নিজস্ব সম্পদ হিসেবে জিআই ঘোষণার দাবী ও আপত্তি দাখিলের জেরে আজ শুনানী হচ্ছে শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্ক অধিদপ্তরে। চাঁপাইনবাবগঞ্জের সব শ্রেণী-পেশার মানুষ চান রাজশাহীর পরিবর্তে ফজলি আমকে চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী সম্পদ হিসেবে জিআই সনদ দিতে হবে।
চাঁপাইনবাবগঞ্জের ফজলির জন্য জিআই সনদের দাবি আদায়ে আন্দোলনকারী ও গবেষকরা জানান, ফজলি আমের নামকরণের ইতিহাসের সঙ্গেও চাঁপাইনবাবগঞ্জের নাম জড়িয়ে আছে। চাঁপাইনবাবগঞ্জ থেকে ফজলি আমের চারা নিয়েই রাজশাহীতে এর চাষ শুরু হয়। তাই রাজশাহী কখনো এর জিআই সনদ পেতে পারে না।
চাঁপাইনবাবগঞ্জে ৩৮ হাজার হেক্টর ও রাজশাহীতে ১৪ হাজার হেক্টর জমিতে হয় আমের উৎপাদন। রাজশাহীকে ফজলি আমের জিআই সনদ দেয়ার পর থেকেই শুরু হয় মানববন্ধন ও স্মারকলিপি প্রদানসহ আপত্তি দাখিল।
আমচাষী, বাগান মালিক ও ব্যবসায়ীদের পাশাপাশি জনপ্রতিনিধিদের দাবি, রাজশাহী নয়, ফজলি আমকে চাঁপাইনবাবগঞ্জের নিজস্ব আম হিসেবে জিআই ঘোষণা দিতে হবে।