২৫ জুন স্বপ্নের পদ্মাসেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৮:০০:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মে ২০২২
- / ১৬৯৭ বার পড়া হয়েছে
২৫ জুন থেকে বহুল প্রতীক্ষিত স্বপ্নের পদ্মা সেতুতে চলবে যানবাহন। ওইদিন সকাল ১০টায় উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর পরিবারের কারও নামে নয়, সেতুর নাম হবে পদ্মা নদীর নামেই। দুপুরে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর এসব কথা জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ২০১৫ এর ডিসেম্বরে নিজস্ব অর্থায়নে ৩০ হাজার কোটি টাকায় ৬ দশমিক এক পাঁচ কিলোমিটার দীর্ঘ এই সেতুর কাজ উদ্বোধন করেন শেখ হাসিনা।
সংযোগ সড়ক নির্মাণের পর পদ্মাসেতুতে শেষ স্প্যান বসানো হয় দেড়বছর আগে। মূল সেতুর কাজও এখন শেষ পর্যায়ে। জুনের শেষ সপ্তাহে উদ্বোধনের ঘোষনা দেয়া হলেও দিনটির তারিখ নির্ধারণে ছিলো ধ্রুম্রজাল। অবশেষে তারও অবসান ঘটলো। পদ্মা সেতুর উদ্বোধন ২৫ জুন।
পদ্মা সেতুর উদ্বোধন এবং নামকরণের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে দেখা করেন সড়ক ও সেতুমন্ত্রী। বেরিয়ে সাংবাদিকদের ব্রিফিং করেন ওবায়দুল কাদের।
এসময় সেতুর নামকরণ প্রসঙ্গেও জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।
উদ্বোধনী অনুষ্ঠানে পদ্মাসেতুর বিরোধিতাকারীদের আগে আমন্ত্রণ জানানো হবে বলেও জানান ওবায়দুল কাদের।