পদ্মা সেতুতে ওঠার আগে সমালোচনাকারীদের ক্ষমা চাওয়া উচিত : তথ্য ও সম্প্রচারমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০২:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মে ২০২২
- / ১৫৬২ বার পড়া হয়েছে
পদ্মা সেতুতে ওঠার আগে সমালোচনাকারীদের ক্ষমা চাওয়া উচিত বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। বিকেলে রাজধানীর মিন্টো রোডের সরকারি বাসভবনে এ কথা বলেন তিনি।
সরকার বিশ্ব বেনিয়াদের ভাবনাকে ভুল প্রমাণ করেছে উল্লেখ করে তিনি বলেন, নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু বানিয়ে বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিয়েছে শেখ হাসিনা। মন্ত্রী বলেন- বিএনপি, টিআইবি, সিপিডিসহ বিশ্ব সমালোচকরা নিজস্ব অর্থায়নে পদ্মাসেতুর কথা ভাবতে না পারলেও আজ তা দৃশ্যমান। কান উৎসবে বঙ্গবন্ধুর বায়োপিকের দেড় মিনিটের ট্রেলার দেখে একটি পূর্ণাঙ্গ চলচ্চিত্রের বিচার করা ঠিক নয় বলেও মন্তব্য করেন ড. হাছান মাহমুদ।