দু’দিনব্যাপী চাকরি মেলার আয়োজন করেছে সেনাবাহিনী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:২০:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মে ২০২২
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও তাদের সক্ষম সন্তানদের জন্য দু’দিনব্যাপী চাকরি মেলার আয়োজন করেছে সেনাবাহিনী। মেলার উদ্বোধন করেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। তিনি বলেন, সময়োপযোগী এই উদ্যোগ ভবিষ্যতে অব্যাহত থাকবে।
ঢাকা সেনানিবাসের সেনামালঞ্চে, প্রথমবারের মতো অবসরপ্রাপ্ত সেনাসদস্য ও তাদের সক্ষম সন্তানদের জন্য দু’দিনব্যাপী চাকরি মেলার আয়োজন করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
মেলার উদ্বোধন করেন সেনাপ্রধান- জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। তিনি চাকরি দাতাদের বিভিন্ন স্টল পরিদর্শন করে জানান, এই মেলার ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
চাকুরী প্রত্যাশীরা জানান, সেনা সদস্যদের বড় অংশ অল্প বয়সে অবসরে গেলেও তারা যথেষ্ট কর্মক্ষম থাকেন। এ ধরনের মেলা তাদের জন্য সুযোগ বয়ে আনে।
চাকরি মেলায় দেশের বিভিন্ন খাতের ৬০টি কোম্পানি ও প্রতিষ্ঠান অংশ নিয়েছে।