উৎপাদিত পাটপণ্য রফতানির মাধ্যমে পাটখাত আবারো পুনরুজ্জীবিত হচ্ছে : পাটমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:২৪:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মে ২০২২
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
বন্ধ সরকারি পাটকলগুলো ভাড়া দেয়ার পর উৎপাদিত পাটপণ্য রফতানির মাধ্যমে পাটখাত আবারো পুনরুজ্জীবিত হচ্ছে বলে জানিয়েছেন, পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। একই সঙ্গে পাটের সোনালী সুদিনও ফিরে আসতে শুরু করেছে বলে মন্তব্য করেন তিনি।
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কেএফডি জুট মিল পরিদর্শনকালে একথা বলেন তিনি। মন্ত্রী জানান, পাট শিল্পের বিকাশে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত্ব পাটকলগুলোকে বেসরকারি ব্যবস্থাপনায় ছেড়ে দেয়ার উদ্যোগ নিয়েছে সরকার। বন্ধ ১৫টির মধ্যে ইতিমধ্যে নরসিংদী ও কর্ণফুলী পাটকল ইজারা দেয়া হয়েছে। এতে আশাব্যঞ্জক ফল আসতে শুরু করেছে। বর্তমানে চট্টগ্রামের কেএফডি জুট মিলে দৈনিক ১০ টন পাটপণ্য উৎপাদন হচ্ছে। খুব শিগগিরই তা একশ’ টনে উন্নীত হবে। বন্ধ পাটকলগুলো চালু হওয়ায় বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থানের সম্ভাবনাও তৈরী হয়েছে বলে জানান মন্ত্রী।