সোনালী ব্যাংকের সাবেক এমডিসহ ৯ জনের ১৭ বছরের কারাদণ্ডাদেশ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:২০:১৪ অপরাহ্ন, বুধবার, ২৫ মে ২০২২
- / ১৫৪০ বার পড়া হয়েছে
ঋণ জালিয়াতির মাধ্যমে সাড়ে ২৭ লাখ টাকা আত্মসাতের মামলায় সোনালী ব্যাংকের সাবেক এমডিসহ ৯ জনকে ১৭ বছর কারাদণ্ড দিয়েছে আদালত।
ঢাকার বিশেষ দায়রা জজ আদালত-৫ এর বিচারক মো. ইকবাল হোসেনের আদালত এই রায় দেন। সাজাপ্রাপ্তরা হয়েছেন ব্যাংকের সাবেক এমডি হুমায়ুন কবির, উপ-ব্যবস্থাপনা পরিচালক মাইনুল হক, জিএম ননী গোপাল নাথ, ডিজিএম শেখ আলতাফ হোসেন, সফিজ উদ্দিন আহমেদ, এজিএম কামরুল হোসেন খান, সাইফুল হাসান এবং প্যারাগন নিট কম্পোজিট লিমিটেডের এমডি সাইফুল ইসলাম রাজা ও পরিচালক আব্দুল্লাহ আল মামুন। রায়ের পর আসামীদের কারাগারে পাঠানো হয়। তবে, ৫ আসামি এখনো পলাতক। ২০১৩ সালের ১ জানুয়ারি ২৭ লাখ ৫০ হাজার ৬৮১ টাকা আত্মসাতের অভিযোগে দুদকের উপ-সহকারী পরিচালক মুজিবুর রহমান রমনা মডেল থানায় মামলা করেন।