টাকার অভাবে প্রতিমন্ত্রীর এলাকাতেই থমকে গেছে ৭২২ কোটি টাকার উন্নয়ন কাজ
- আপডেট সময় : ০৪:০১:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মে ২০২২
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
টাকার অভাবে প্রতিমন্ত্রীর এলাকাতেই থমকে গেছে ৭২২ কোটি টাকার উন্নয়ন কাজ। এরইমধ্যে প্রকল্পের মেয়াদ শেষ হতে যাচ্ছে। কিন্তু কাজ হয়েছে মাত্র ৪৫ ভাগ। এমন পরিস্থিতিতে প্রকল্প মেয়াদ বাড়াতে চলছে চিঠি চালাচালি। ফলে এই মেগা প্রকল্পের ভবিষ্যত এখন ঝুলে গেছে।
পদ্মা নদীর বাম তীর সংরক্ষণ প্রকল্পে রাজশাহীর চারঘাট উপজেলার রাউথা থেকে বাঘার গোকুলপুর পর্যন্ত সাড়ে চার কিলোমিটার পদ্মার তীর সংরক্ষণ প্রকল্পের কাজ চলছে। কোনো কোনো প্যাকেজের মেয়াদ শেষ চলতি মাসেই। আবার কোনোটির কাজ শেষ হবে আগামী বছর জুনের মধ্যেই। অথচ কাজের কাজ তেমন নেই এখনো। বর্ষা মওসুম কাছাকাছি চলে আসায় আবারো ভাঙনআতঙ্কে পদ্মাপাড়ের মানুষ।
ঠিকাদারী প্রতিষ্ঠান বলছে, বার বার তাগাদা দেয়ার পরও চুক্তি মোতাবেক টাকা না পাওয়ায় থমকে গেছে কাজ। এমন পরিস্থিতিতে নদীভাঙন রোধে টাকা বরাদ্দের দাবি স্থানীয়দের।
মেগা প্রকল্পে টাকা না পাওয়ার কারণ জানাতে পারেননি পাউবো’র নির্বাহী প্রকৌশলী।
এই প্রকল্পে ১২কিলোমিটার নদী ড্রেজিংয়ের কার্যাদেশ দেয়া হলেও শুরুই হয়নি কাজ।