পুলিশ ও আওয়ামী লীগের বাধার মুখে সারাদেশে বিএনপি’র বিক্ষোভ মিছিল-সমাবেশ
- আপডেট সময় : ০৬:১৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মে ২০২২
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
পুলিশ ও আওয়ামী লীগের বাধার মুখে সারাদেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। খালেদা জিয়াসহ দেশের সিনিয়র সিটিজেন সর্ম্পকে প্রধানমন্ত্রীর বক্তব্যকে প্রাণনাশের হুমকি আখ্যা দিয়ে এর হুমকির প্রতিবাদে পটুয়াখালী, কুড়িগ্রাম, জামালপুর, মানিকগঞ্জ, নেত্রকোণা ও সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় কর্মসুচি করেছে তারা।
পটুয়াখালীর বিক্ষোভ সমাবেশে দফায় দফায় বিএনপি ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে দলের ১০ নেতা-কর্মী আহত হয়েছে বলে দাবি করেছে বিএনপি। শহরের বনানী এলাকায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
কুড়িগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিলে বাঁধা দিয়েছে পুলিশ। শহরের মোক্তারপাড়ায় বিএনপি কার্যালয় থেকে মিছিল বের হলে পুলিশ বাঁধা দেয়। পরে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
জামালপুরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বক্তারা আগামী দিনে যে কোনো আন্দোলনে সবাইকে এক সাথে কাজ করার আহবান জানান।
পুলিশের বাঁধায় বিক্ষোভ কর্মসূচি করতে পারেনি মানিকগঞ্জ জেলা বিএনপি। নেতাকর্মীরা জজকোর্ট চত্ত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করতে চাইলে পুলিশ বাঁধা দেয়। পরে, জজকোর্ট চত্বরেই সংক্ষিপ্ত সমাবেশ সরকারের এই আচরনের তীব্র নিন্দা জানান।
নেত্রকোনায় শহরের ছোটবাজারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে জেলা বিএনপির ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সিরাজগঞ্জের পৌর ভাসানী মিলনায়তনে প্রতিবাদ সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেন, আগামীতে বাংলার মাটি থেকে দু:শাসনকে বিদায় করা হবে।