সড়ক দুর্ঘটনায় সিরাজগঞ্জ-বান্দরবান-ব্রাহ্মণবাড়িয়ায় নয় জন নিহত
- আপডেট সময় : ০৬:২২:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মে ২০২২
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক-লেগুনার মুখোমুখি সংঘর্ষে ৫ জন ও বান্দরবানে পর্যটকবাহী মাইক্রোবাস খাদে পড়ে তিনজন নিহত হয়েছে। এদিকে, ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একজন মারা গেছে। আহত হয়েছে অন্তত: ১১ জন। স্থানীয় হসপাতালে তাদের ভর্তি করা হয়েছে।
সিরাজগঞ্জের হাইওয়ে পুলিশ জানায়, বুধবার রাত ২টার দিকে পাথর বোঝাই ট্রাকের সঙ্গে লেগুনার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই চারজনের প্রাণহানী ঘটে। হাসপাতালে নেয়ার পথে মারা যান আরও একজন। এ দুর্ঘটনায় আহত চারজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে ৪ জনের বাড়িই নাটোর।
বান্দরবানের থানচিতে পর্যটকবাহী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে তিন জন নিহত হয়েছেন। আহত হন ৭ জন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা সবাই বুয়েটের নিরাপত্তা শাখার কর্মচারি। পরে, বিজিবি, পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্য এবং স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নেয়।
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ইমরান খান নামে এক যাত্রী নিহত হয়েছে। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। বাসটি মহাসড়কের পাশে খাদে গিয়ে পড়ে। ঘটনাস্থলেই মাইক্রোবাসের আরোহী ইমরান নিহত হন।