মেহেরপুরে গুটি জাতের আম বাজারজাত করছে ব্যবসায়ী ও বাগান মালিকরা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫১:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মে ২০২২
- / ১৫৩০ বার পড়া হয়েছে
মেহেরপুরে আম সংগ্রহ শুরু হয়েছে। সকাল থেকেই জেলায় গুটি জাতের আম সংগ্রহ করে বাজারজাত করছে ব্যবসায়ী ও বাগান মালিকরা।
আমের পরিপক্কতা নিশ্চিত করেই ভোক্তাদের কাছে বিক্রির উদ্দেশ্যে এ কার্যক্রম হাতে নিয়েছে জেলা প্রশাসন ও কৃষি বিভাগ। ২৫ মে থেকে গুটি ও বোম্বে জাতের আম সংগ্রহ করছে ব্যবসায়ী ও বাগান মালিকরা। উন্নত জাতের আমের মধ্যে ২৮ মে থেকে মেহেরপুরের বিখ্যাত হিমসাগর এবং ৫ জুন থেকে গোপালভোগ পাড়া যাবে। এছাড়াও ৮ জুন ল্যাংড়া, ১৫ জুন আম্রপলী, ২০ জুন মল্লিকা,৩০ জুন ফজলি, ৩০ জুলাই বিশ্বনাথ, সখিনা ও বারি জাতের আম পাড়তে পারবে চাষিরা। এ জেলায় ২ হাজার ৩০০ হেক্টর জমিতে আম বাগান রয়েছে। তুলনামূলকভাবে বৃষ্টি কম হওয়ায় অনেক বাগানের আমের গুটি আগেই ঝরে গেছে। তাই এ বছর ফলন একটু কম।