ট্যাক্স পরিশোধের মাধ্যমে পাচার করা টাকা বৈধ পথে ফিরিয়ে আনার সুযোগ মিলছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:১০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মে ২০২২
- / ১৫২৭ বার পড়া হয়েছে
ট্যাক্স পরিশোধের মাধ্যমে পাচার করা টাকা বৈধ পথে ফিরিয়ে আনার সুযোগ মিলছে। আসন্ন বাজেটে এই সুযোগ থাকবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, আশপাশের দেশের তুলনায় দেশে ফরেন রিজার্ভ ভালো থাকলেও, ডলার সংকটের কারণে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে এ কথা বলেন তিনি। মন্ত্রী জানান, বিদেশ থেকে পাঁচ হাজারের বেশি ডলার পাঠানোর ক্ষেত্রে কোনো ডকুমেন্টস লাগবে না। পাচারকারীরা ট্যাক্স দিয়ে রেকর্ডে নাম লেখাবেন কিনা জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, বিভিন্ন দেশে এরকম সুযোগে অনেক টাকা বিদেশ থেকে ফেরত এসেছে। পাচারকারীদের জন্য এটি একটি ভালো সুযোগ বলেও মন্তব্য করেন তিনি।