ভোট কারচুপির অভিযোগে ফের আদালতে গেছেন চট্টগ্রামের পরাজিত মেয়র প্রার্থী ডা. শাহাদাত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৪৩:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মে ২০২২
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ এনে ইভিএম মেশিনের মেমোরী কার্ড ও মেশিন থেকে প্রিন্ট হওয়া ফলাফলের কপির দাবিতে ফের আদালতে গেছেন বিএনপির পরাজিত মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন।
চট্টগ্রামের আদালত ভবনে নির্বাচন সংক্রান্ত ট্রাইব্যুনালে হাজির হয়ে আইনজীবীদের মাধ্যমে এই আবেদন করেন তিনি। শাহাদাত বলেন, গেল বছরের মার্চে ইভিএমের ফলাফল চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করেন তিনি। ফল না পেয়ে আদালতের শরনাপন্ন হন এই বিএনপি নেতা। আদালত ইভিএমের মেমোরীকার্ডসহ সংশ্লিষ্ট কাগজপত্র একাধিকবার তলব করলেও, নির্বাচন কমিশন দেয়নি। এতেই প্রমাণিত হয় ইভিএম দিয়ে আগামীতে আর কোন সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে দাবি করেন ডা. শাহাদাত।