আইসিসির জরিমানার কবলে বাংলাদেশের স্পিনার তাইজুল

এস. এ টিভি
- আপডেট সময় : ১০:০৮:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মে ২০২২
- / ১৬৫০ বার পড়া হয়েছে
আইসিসির জরিমানার কবলে বাংলাদেশের স্পিনার তাইজুল ইসলাম। চলমান ঢাকা টেস্টে আচরণবিধি লঙ্ঘনে ম্যাচ ফি’র ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে তাইজুলকে।
সঙ্গে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্টও। আগামী ২৪ মাস এটা বহাল থাকবে। দু’বছরের মধ্যে সব মিলিয়ে চার কিংবা তার অধিক ডিমেরিট পয়েন্ট পেলে নিষিদ্ধ হবেন তাইজুল। তবে, গেলো ২৪ মাসের মধ্যে তাইজুলের এটি প্রথম অপরাধ ও ডিমেরিট পয়েন্ট। ঢাকা টেস্টের তৃতীয় দিনে বল কুড়িয়ে অ্যাঞ্জেলো ম্যাথিউসকে লক্ষ্য করে ছুঁড়ে মারেন তাইজুল। ওই সময় ম্যাথুউস পপিং ক্রিজের মধ্যেই ছিলেন এবং রান নেয়ার কোনো চেষ্টাও করেননি। বলটি ম্যাথিউসের গায়ে লাগায় আচরণবিধি লঙ্ঘন হয় তাইজুলের।