এমসি কলেজ হোস্টেল থেকে এক ছাত্রের মরদেহ উদ্ধার

- আপডেট সময় : ০৬:৩৫:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মে ২০২২
- / ১৫৭৬ বার পড়া হয়েছে
সিলেটের এমসি কলেজ হোস্টেল থেকে এক ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।
সকালে সিলেট নগরের গোয়াবাড়ি এলাকার মোহনা আবাসিক এলাকার একটি বাসা থেকে সৌরভ দাস রাহুল নামের ওই ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায়, রাহুল ওই বাসার মেসে থাকতেন। রাহুল এমসি কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের স্নাতক ৪র্থ বর্ষের শিক্ষার্থী। খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে গিয়ে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে গত ২৫ মে সকালে এমসি কলেজের ছাত্রী হোস্টেলের একটি কক্ষ থেকে স্মৃতি রাণী দাস নামের এক ছাত্রীর মরদেহ উদ্ধার করে পুলিশ।
এদিকে, মানিকগঞ্জ পৌরসভার বেউথা কালীগঙ্গা নদী থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়।