নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার আবারও উত্তপ্ত
- আপডেট সময় : ০৬:২৭:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মে ২০২২
- / ১৫৫০ বার পড়া হয়েছে
তেলের দাম নিয়ে তেলসমাতির পর এবার নিত্যপ্রয়োজনীয় বাজার আবারও উত্তপ্ত। কাঁচা সবজির দাম বৃদ্ধি নিয়ে রয়েছে ক্রেতাদের নানা অভিযোগ। তেল, চিনি, বিভিন্ন প্রকার ডাল, গরুর গোশ সব কিছুর দামই উর্ধ্বমূখী। আমদানী বন্ধ থাকায় দাম বেড়েছে অনেক পণ্যের বলেন বিক্রেতারা।
নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম এখনো সাধারণের ধরা ছোঁয়ার বাইরে। সামগ্রিক দামে আসেনি কোন পরিবর্তন। কাঁচা বাজারে দরকষাকষি চলছে ক্রেতা-বিক্রেতার মধ্যে।
ঈদ-বৃষ্টি সব মিলিয়ে কাঁচা সবজির দাম উধ্বর্বমুখী। জানালেন সাধারণ ক্রেতা। সবজির দামের হেরফেরের বিষয়টি নিয়ে সোজা সাপ্টা স্বীকারোক্তি বিক্রেতাদের।
নতুন করে তেলের দরে আঁচ না পড়লেও, চিনি-হরেক রকম ডালের দামে পরিবর্তনে বেড়েছে দর।
গরুর গোস্তের দাম মহল্লার দোকানে বেশী রাখা হয় বলে অভিযোগ জানালেন কারওয়ান বাজারের মাংস বিক্রেতা। তবে ক্রেতারা বলছেন, ছোট বড় সব জায়গায় বাড়তি মূল্যে কিনতে হয়।
নিত্যপ্রয়োজনীয় দ্রবাদির আকাশচুম্বী দাম নিয়ন্ত্রণে সরকারের কঠোর তদারকি চান সাধারণ মানুষ।