আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে রাতে মাঠে নামবে ২ দল
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০০:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মে ২০২২
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ- আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে রাতে মাঠে নামবে রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ও রাজস্থান রয়েলস। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।
প্রথম কোয়ালিফায়ারে রাজস্থান রয়েলসকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে গুজরাট টাইটান্স। আজকের ম্যাচের জয়ী দল ২৯ মে গুজরাটের বিপক্ষে ফাইনাল খেলবে। ফাফ ডু’প্লেসিসের নেতৃত্বাধীন রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরের জন্য প্লে অফের টিকিট সহজ ছিল না। গ্রুপ পর্বে ১৪টি ম্যাচের মধ্যে ৮টি জিতে প্লে অফে জায়গা করে নেয় তারা। আর এলিমিনেটরে লক্ষনৌকে হারিয়ে নিশ্চিত করেছে কোয়ালিফায়ারের টিকিট। অন্যদিকে প্রথম আসরে চ্যাম্পিয়ন হলেও আর কখোনো ফাইনাল উঠতে পারেনি রাজস্থান। প্রথম কোয়ালিফায়ারে গুজরাটের কাছে হারেলেও এ ম্যাচ জিতে নিজেদের দ্বিতীয় শিরোপা মিশনে আরো একধাপ এগিয়ে যেতে চায় রাজস্থান।